২০১৮-১৯ মৌসুম, সবশেষ স্প্যানিশ লা লিগা শিরোপা জেতে বার্সেলোনা। এরপর টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের আধিপত্যে পানি ঢেলে ২০২২-২৩ মৌসুমের শিরোপার সুবাস পাচ্ছে ব্লাউগ্রানারা। মাত্র ১ জয় পেলেই ২৭তম লা লিগা টাইটেল উঠবে কাতালানদের শোকেসে।
মঙ্গলবার রাতে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাতের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় ব্লাউগ্রানারা। ১৪ পয়েন্টে এগিয়ে যাওয়া কাতালানদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারেনি। উল্টো রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে হারে লস ব্লাঙ্কোরা। ৩৩ ম্যাচে ২৬ জয়, ৪ ড্র এবং ৩ হারে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ২১ জয় ও ৭ হারে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। মৌসুমের বাকি সময়ে দুই দলেরই বাকি ৫টি করে ম্যাচ।
এতে শতভাগ জয় পেলে রিয়ালের পয়েন্ট হবে ৮৩। পাঁচ ম্যাচের চারটি হারলেও ক্ষতি নেই বার্সেলোনার। একটি জয় পেলেই ৮৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে জাভি হার্নান্দেজের দল। অবিশ্বাস্য কিছু না ঘটলে বার্সেলোনা যে চ্যাম্পিয়ন হতে চলেছে, তা নিশ্চিতই। মাদ্রিদিস্তারা এখনও কাগজ-কলমের হিসাবে আশায় বুক বাঁধতে পারেন। বাকি পাঁচ ম্যাচের সবকটি বার্সা হারলে এবং রিয়াল শতভাগ জয় পেলে ৩৬তম লা লিগা শিরোপা উঠবে লস ব্লাঙ্কোদের শোকেসে।