বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা ঢুকে পড়ার দীর্ঘ ৬ বছর পর চীনের মধ্যস্থতায় রাখাইনে প্রত্যাবাসন পরিস্থিতি দেখতে যাচ্ছে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল। আগামী শুক্রবার রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য কতটা অনুকূল তা দেখতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে ২০ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধি দল রাখাইনের মংডুতে যাবে। চলতি মাসে প্রথম ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিনিধি দলটি রাখাইনে যাবে। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, গত ১৮ই এপ্রিল কুনমিংয়ে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পরিবেশ কতটা অনুকূল তা দেখতে তাদের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা আগামী শুক্রবার রাখাইনে যাবেন। ওই সফরের এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের একটি প্রতিনিধিদল কক্সবাজারে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে। সব ঠিকঠাক এগোলে চলতি মাসে ১ হাজার ১৭৬ জন রোহিঙ্গার প্রথম দলটি নিয়ে প্রত্যাবাসন শুরু করতে চায় চীন ও মিয়ানমার।