বামফ্রন্ট জমানায় আমলাশোল এ আনহারে মৃত্যুর ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গজুড়ে হইচই হয়ে গিয়েছিল। আর বর্তমানে এম জি আর জি এ প্রকল্পে ১০০ দিনের কাজ না পেয়ে আত্মঘাতী হলো পিছলে বর্গের জোড়া দম্পতি। ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা রাজ্যকে দেয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার ২১শে ডিসেম্বর ২০২১ সালে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের অভিযোগ হিসাব না দেয়ার। কেন্দ্রের সঙ্গে এই সংঘাতের জেরে রাজ্য ১০০ দিনের কাজ দেয়া বন্ধ করেছে। রাজায় রাজায় এই যুদ্ধে আক্ষরিক অর্থ প্রাণ যাচ্ছে উলুখাগড়াদের। বাঁকুড়ার ভাউ খাবা গ্রামে আত্মঘাতী হয়েছে গরিব চাষী প্রদীপ সর্দার এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিত্রী। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা গ্রামে আত্মঘাতী হয়েছে আদিবাসী দম্পতি সন্তু দুলে এবং রীতা দুলে। অভাবে, অনটনে, অনাহারে মৃত্যুকেই বরণ করে নিয়েছে সর্দার ও দুলে দম্পতি। বাঁকুড়ার ভাউখাবা গ্রামটিতে আশি ঘরের মধ্যে সত্তর ঘরই আদিবাসী, ভূমিজ, সাঁওতাল কিংবা মুসলিম।
১০০ দিনের কাজ বন্ধ হওয়াতে এরা সংকটে। প্রদীপ এবং সাবিত্রী হতাশায় বাড়ির সামনের গাছে গলায় দড়ি দেয়। সন্তু ঘরে ফাঁস লাগায়, রীতা ইঁদুর মারার বিশ খায়। প্রদীপের এক বোন পূর্ণিমা, এক ভাই সন্দীপ হায়দরাবাদে পরিযায়ী শ্রমিক। দলিত শোষণ মুক্তি মোর্চার সম্পাদক রামচন্দ্র ডোম বলেন, রাজ্য কোনও বিকল্প ব্যবস্থা না করায় এই আত্মহননের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে আরও ঘটবে। প্রদীপ-সাবিত্রী, সন্তু-রীতা এই সমাজের বুকে এক প্রশ্নচিহ্ন বলে তিনি মনে করেন।