দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর।
রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় দিনাপুরের আকাশে চাঁদ দেখা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। জাতীয় চাঁদ দেখা কমিটিকে এ তথ্য অবহিত করেছেন তিনি। চাঁদ দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও।
এর আগে, শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। এছাড়াও বাংলাদেশের কয়েকটি স্থানে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালিত হয়।
এরইমধ্যে, রাজধানীতে স্থানভেদে ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। জেনে নেয়া যাক রাজধানীতে কোথায় কখন ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করে থাকেন। এখানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন।
আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভূত হবে এবং ওই জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
বরাবরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যান্য ঈদ জামাত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীরাসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন