অবশেষে লিটন দাসের জায়গা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন আউট হন বাংলার বোলার মুকেশ যাদবের বলে ললিত যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে। লিটনের ওপর ভরসা করেছিল দুই বাংলার ক্রিকেট অনুরাগীরাই। লিটন তাদের হতাশ করেন। এদিন লিটনের সঙ্গে দলে জায়গা পান ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। তিনি মোটামুটি ভালোই খেলছেন। লিটন অবশ্য উইকেটকিপার, ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন আফগানিস্তান এর রাহমানউল্লাহ গুরবাজের জায়গায়। বৃষ্টিতে খেলা একঘন্টা পর শুরু হলেও নির্ধারিত ওভার অর্থাৎ দু ইনিংস মিলিয়ে চল্লিশ ওভার বল হবে। উইকেটকিপিং কেমন করেন লিটন সেটাই হবে দেখার। দিনাজপুরের লিটন দাস বাংলাদেশ ক্রিকেট মহলে এল কে ডি নামে পরিচিত। বাংলাদেশের এই খেলোয়াড় কলকাতা নাইট রাইডার্স এর হয়ে কতটা নিজেকে মেলে ধরতে পারেন আজকের ম্যাচে সেটাই পরীক্ষার। ব্যাটিংয়ে ফেল করেছেন লিটন, এখন উইকেট কিপিংই ভরসা।
শুরুতেই আউট লিটন দাস, চার রানেই ইনিংস শেষ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন