ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মা ও তার দুই শিশুকন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে শিশু সামিয়ার (৭) ডান পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া সামিয়ার মা মোছা. সাদিয়া আক্তার (৩৫) ও তার বোন মোছা. সাফার (১১) শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছেন। তারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে ঢামেকে আনা হয়। সামিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত সাদিয়ার স্বামী মো. সুলতান দেওয়ান জানান, ঈদের ছুটিতে আজ সকালে আমার ফ্যামিলিকে নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া যাচ্ছিলাম পদ্মা ট্রাভেলস নামে একটি বাসে করে। মুন্সিগঞ্জের শ্রীনগর হাইওয়ে রাস্তায় আসামাত্রই বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে আমার স্ত্রী ও দুই মেয়ে গুরুতর আহত হয়। আমার মেঝো মেয়ে সামিয়ার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ও আমার তিন মাসের মেয়ে ফারিয়া আল্লাহর রহমতে অক্ষত আছি।
পরে আমার স্ত্রী ও দুই মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মুন্সিগঞ্জের শ্রীনগর ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষের একই পরিবারের তিনজন ঢামেকে এসেছে। তাদের মধ্যে সামিয়ার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর দুইজন মাথায়ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। সামিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
উল্লেখ্য, শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২০ জন। আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।