বিনোদন খবর পবিত্র ঈদুল ফিতরে রুচিশীল ও মান সম্মত ভিন্ন ধারার একটি মিউজিক্যাল ফিল্ম অপরাধী মাইয়া নিয়ে আসছে সূর্য আহমেদ মিঠুন ও সানি নভো। অপরাধী মাইয়া গানের গীতিকার ছিলেন সূর্য আহমেদ মিঠুন। অপরাধী মাইয়া গানের সুর করেছেন পার্থ মজুমদার ও সানি নভো । গানটি মিউজিক কম্পোজিশন করেছে পার্থ মজুমদার। অপরাধী মাইয়া গানটিতে কন্ঠ দিয়েছেন সানি নভো। মডেল হিসেবে কাজ করেছেন মোহাম্মদ আসফাক রানা, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা ও সানি নভো। চিএগ্রাহক হিসেবে ছিলেন বিকাশ শাহ। গানটির ভিডিও গল্প উপস্থাপন, চিএনাট্য ও পরিচালনা করেছেন তরুণ মেধাবী পরিচালক সূর্য আহমেদ মিঠুন। গানটির সম্পর্কে পরিচালক বলেন, আমাদের মূল উদ্দেশ্য শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়, দর্শকের বাস্তব জীবনের গল্পগুলো আমরা লেখক ও নির্মাতা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি সব সময়। তেমনি দর্শকের মন ছুয়েঁ যাওয়ার মত গল্প নিয়ে অপরাধী মাইয়া গানটি শত কষ্ট ও পরিশ্রম দিয়ে নির্মাণ করেছি যা দেখে দর্শক পজেটিভ কিছু শিখবে এবং তাদের মন ছুয়েঁ যাবে আশা করছি । গানটি প্রযোজনায় করেছেন সানি নভো। গানটি প্রযোজনা নিয়ে সানি নভো বলেন আমরা দর্শকের কথা মাথায় রেখেই কাজগুলো করেছি। এবং দর্শকদের ভালো লাগলেই আমাদের পুরো টিমের স্বার্থকতা। আর এই গানটি ভালোভাবে দর্শক গ্রহণ করলে ভবিষ্যতে আরো নতুন নতুন কাজ করার উৎস জাগবে। সামনে ঈদুল ফিতরে জি সিরিজের ব্যানারে জি সিরিজ ইউটিউব চ্যানেলে দর্শকের উদ্দেশ্যে অপরাধী মাইয়া গানটি প্রকাশ করা হবে। গানটি সবার ভালো লাগবে বলে আশাবাদী তরুণ মেধাবী পরিচালক সূর্য আহমেদ মিঠুন।
সানি নভো ঈদুল ফিতরে নিয়ে আসছে অপরাধী মাইয়া

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন