কখনো সকল ক্ষমতার, কখনো শুধু রাষ্ট্রাচারের আনুষ্ঠানিক শীর্ষ কেন্দ্র বঙ্গভবন। যে জ্যোতির্ময়দের আলোয় উজ্জ্বল আমাদের জাতীয় ঐতিহ্যের বঙ্গভবন, তাদের একজন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আগামী ২৩শে এপ্রিল রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়াদ অবসান হচ্ছে তার। এক দশক ধরে বাংলাদেশ রাষ্ট্রের অভিভাবক হিসেবে বঙ্গভবনে রচিত হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের জীবনের সহস্র গল্প। বঙ্গভবন থেকে বিদায়লগ্নে ফরিদুর রেজা সাগরের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে তার প্রকাশিত-অপ্রকাশিত অনেক কথা, ভাটির মিঠামইন থেকে বঙ্গভবনে সমাসীন হওয়ার গল্প। শাইখ সিরাজের পরিচালনায় ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় ‘এক মহামান্যের গৌরবগাথা’ প্রচারিত হবে আগামী ২৩শে এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে চ্যানেল আইতে।
ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় ‘এক মহামান্যের গৌরবগাথা’

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন