বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ একনায়কতন্ত্রে ও একদলীয় বাকশালী শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। তারা গণতান্ত্রিক আচার আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। সংবিধান পবির্তন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তথ্যপ্রযুক্তি আইন করে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ নয়, মানুষের জন্য সংবিধান রচিত হয়েছে।বাংলাদেশের মানুষ যা চাইবে, সেভাবে সংবিধান সংশোধন করতে হবে। দেশের মানুষ সংবিধানের পরিবর্তন চায়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পেতে চায়। অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে জনদাবী মেনে নিতে বাধ্য করবে বিএনপি। সরকার মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে। শেখ হাসিনার অধীনে আর কোন প্রহসনের নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে সরিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আজ ১৭ এপ্রিল সোমবার বিকালে রেলওয়ে অফিসার্স ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল (রেজিঃনং বি-১৭৬৫) চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। তারা মানুষকে হত্যা গুম নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে। দুর্নীতি করে সরকার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। লুটপাট করে তারা সবকিছু ধ্বংস করে দিয়েছে। যার মাসুল দিচ্ছে নিরীহ জনগণ। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষ খেতে পারছেনা, প্রচন্ড গরমে বিদ্যুতে ভয়াবহ লোডশেডিং এর ফলে ঘরে থাকতে পারছে না। অথচ সরকার নিয়মিত আরব্য উপন্যাসের কল্পকাহিনীর মত উন্নয়নের গল্প শুনিয়ে জনগণকে ঘুম পড়িয়ে রেখেছিল। দেশের মানুষ সরকারের চলচাতুরী বুঝে গিয়েছে। সরকার জেনে গেছে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাকে ভোট দেবে। তারা সেটা বুঝে সুষ্ঠ নির্বাচন দিতে চায় না। দেশ ও জাতিকে বাঁচাতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ের জন্য সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে হটাতে হবে।’
কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারন সম্পাদক এড. এম আর মনজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু বক্বর সিদ্দিক পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ.ম জামাল উদ্দীন, প্রচার সম্পাদক মন্জুরুল ইসলাম, শ্রমিক মনোয়ারা বেগম, কামাল উদ্দিন, জহিরুল হক, জিয়াউর রহমান, মিজানুর রহমান, ইফতেখার মেহেদী, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তফা প্রমূখ।
“শেখ হাসিনার অধীনে আর কোন প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না “

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন