বোয়ালখালীতে সুধী সমাবেশে ব্যারিস্টার মনোয়ার
বোয়ালখালী প্রতিনিধি: আজকে বাংলাদেশ স্মার্ট যুগে প্রবেশ করতে চলেছে। কিন্তু সেই বাংলাদেশের সাথে চট্টগ্রামের বোয়ালখালী বেমানান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে বোয়ালখালী উপজেলা বিআরডিবি হল রুমে নাগরিক ফোরামের সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার খাতিরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। নতুন কালুরঘাট সেতু অবিলম্বে বাস্তবায়ন ও অবহেলিত বোয়ালখালীর উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে |
চট্টগ্রাম নাগরিক ফোরামের বোয়ালখালী থানা কমিটি গঠন উপলক্ষে এক সুধী সমাবেশে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, প্রস্তাবিত নতুন কালুরঘাট সেতু অবিলম্বে বাস্তবায়ন ও দেশের সবচেয়ে অবহেলিত এলাকা বোয়ালখালীর পরিকল্পিত উন্নয়নে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে | তিনি বলেন, জরাজীর্ণ কালুরঘাট সেতুটি নতুন করে সড়ক-রেল সেতু নির্মাণের জন্য ১৯৯০ ইং সালে বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম কমিটি গঠন করে আমরা প্রথম দাবী তুলেছিলাম এবং রেল মন্ত্রণালয়কে স্মারকলিপি দিয়েছিলাম।দু:খের বিষয়ে, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অনেক আগেই আশা দিলেও এখনো বাস্তবায়ন শুরু হয়নি যদিএ সদ্য প্রয়াত সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ বলেছিলেন এবছরের ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের জন্য অনেক আন্তরিক, এবং এটাই সুযোগ, বোয়ালখালীকে তাঁর আশীর্বাদ পুষ্ট হয়ে যথাযথও পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য , আর চট্টগ্রামকে পৃথিবীতে একটি উন্নত মহানগর হিসেবে তৈরি করতে। ব্যারিস্টার মনোয়ার আরো বলেন চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা সমাধান, যানজট নিরসন,শব্দ দূষণ থেকে মানুষকে মুক্ত করা, এমনকি চট্টগ্রামের পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করার জন্য নাগরিক ফোরাম কাজ করে যাবে ।
লেখক-সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় ও আকতার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল ফজল বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো.সিরাজুল ইসলাম, রাজু দে ও মহিবুল্লাহ খান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পূজন সেন, হোসাইন মাহমুদ, আবু নাঈম, শাহাদাত হোসেন জুনায়েদী, মোহাম্মদ ইমন, তসলিম খাঁ, এমডি এইচ সাজ্জাদ, মোহাম্মদ নূর, এ বি এস জীবন। এসময় আয়োজিত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন এমএস এমরান কাদেরী।