টিকটকের পর নিজের প্রতিভা তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো রিলস। এ রিলস থেকে মোটা অঙ্কের অর্থ আয় করছেন কনটেন্ট ক্রিয়েটররা। মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবার তাদের জন্য আরও একটি নতুন ফিচার রিলসে সংযোজন করেছে।
প্রতিনিয়ত ইনস্টাগ্রামে নতুন ফিচার যুক্ত হচ্ছে, যা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিচ্ছে। এবারের নতুন ফিচারটি হচ্ছে টেমপ্লেটস। এই ফিচারের মাধ্যমে রিলস তৈরি হবে আরও সহজ।
নতুন করে কনটেন্ট তৈরির সময় অনেকেই সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানতে চান। এ জন্য ট্রেন্ড নামে একটি অপশন পাওয়া যাবে ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাবে কোন রিলসগুলো ট্রেন্ডে রয়েছে অর্থাৎ কোন বিষয়ের রিলস দর্শক বেশি দেখছে।
নতুন এ ফিচারের মাধ্যমে রিলসে যে গান বা মিউজিকগুলো বেশি ব্যবহার করা হয়েছে হয়েছে তাও এক জায়গা সেভ করে রাখা যাবে। এ সুবিধা ছাড়াও রিলসের রিচ বাড়ানোর জন্য অধিক পরিমাণে ব্যবহৃত হ্যাশট্যাগগুলোর খোঁজও দেবে ইনস্টাগ্রাম রিলস।
এডিটিংয়ের অপশনেও পরিবর্তন আসছে ইনস্টার এ নতুন ফিচার। এ ফিচারের মাধ্যমে একটি স্ক্রিনের মধ্যেই এডিটিং সংক্রান্ত একগুচ্ছ টুল পাওয়া যাবে। একই সঙ্গে সাউন্ড থেকে শুরু করে স্টিকারসহ সবকিছুই এডিট করে যুক্ত করা যাবে রিলসে। আবার দর্শক একটি রিলস মোট কত সময় দেখেছেন সে তথ্য পাওয়া যাবে।
চলতি বছরের জানুয়ারি মাসেই ইনস্টাগ্রামের এই ফিচারের বিষয়টি নজরে পড়েছিল। সে সময় ফিচারটি দেখতে কেমন হতে পারে, সে সংক্রান্ত স্ক্রিনশটও শেয়ার করা হয়েছিল নেট মাধ্যমে। এই ফিচারে এমন সুবিধা থাকবে যাতে, ব্যবহারকারী আগে থেকে তৈরি করে রাখা ভিডিও ফ্রেমে নিজের ছবি বসিয়ে দিতে পারেন।