ছন্দে নেই ইন্টার মিলান। আগের ৭ ম্যাচে মাত্র এক জয় পাওয়া নেরাজ্জুরিরা হেরেছে সবশেষ ম্যাচে। শনিবার রাতে সান সিরোতে ইতালিয়ান সিরি আ’র ম্যাচে মনজার কাছে ১-০ গোলে হারে ইন্টার। এতে লজ্জার রেকর্ড গড়ে মিলানের ক্লাবটি।
ম্যাচ হারলেও গোটা ম্যাচে মনজার ওপর আধিপত্য দেখায় ইন্টার মিলান। ৫৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশে ২৫টি শট নেয় সিমন ইনজাঘির দল। বিপরীতে মাত্র ৭টি শট নেয় মনজা। তার মধ্যে দুটি লক্ষ্যে রেখে একবার জাল ভেদ করে সফরকারীরা। ৭৮তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন মনজার ইতালিয়ান ডিফেন্ডার লুকা কালদিরোলা।
এ নিয়ে টানা তিন হোম ম্যাচে কোনো গোল করা ছাড়াই হারের স্বাদ পেলো ইন্টার মিলান। নিজেদের ইতিহাসে যা প্রথম। গত ২০শে মার্চ ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলে হারে শুরু হয় ইন্টারের লজ্জার রেকর্ডের যাত্রা।
এরপর গত ১লা এপ্রিল ফিওরেন্তিনার সঙ্গেও একই ব্যবধানে হারে সান সিরোর দলটি।
৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের পাঁচে থাকা ইন্টার মিলানের জন্য লীগ শিরোপা জয় এখন স্বপ্নেই সীমাবদ্ধ। কোচ সিমন ইনজাঘির চোখ তাই সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লীগে জায়গা করে নেয়া। ম্যাচ শেষে তিনি বলেন, ‘২০২৩ সালের শুরুতে আমরা অন্যতম সেরা আক্রমণাত্মক দল ছিলাম। কিন্তু ধীরে ধীরে আমরা পিছিয়ে পড়ছি। এর জন্য আমি দুঃখিত। ম্যাচে যদি আমরা সুযোগ তৈরি না করতে পারতাম, তবে আরও দুঃখিত হতে হতো আমাকে। লীগে আমরা ভালো অবস্থানে নেই। তবুও বলতে পারি আমরা শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারি।’
৩৮ পয়েন্ট নিয়ে সিরি আ টেবিলের ১২তম দল মনজা। শীর্ষে থাকা নাপোলির ৭৫ পয়েন্ট। ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ল্যাজিও।