ছয় ঘণ্টা ধরে জ্বলছে নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। আগুন আর ছড়াবে না। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। তিনতলা ওই মার্কেটটির তৃতীয় তলার সব দোকান পুরোপুরি পুড়ে গেছে। আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। মার্কেটের বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। পরিকল্পিতভাবে নিউ সুপার মার্কেটে আগুন লাগানো হয়েছে বলে দাবি করেছেন তারা।
আগুন লাগার পেছনে সরাসরি সিটি করপোরেশনের লোকজনকে দায়ী করেছেন তারা। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বেশ কয়েকজন ব্যবসায়ী। রাতে সেহরির সময় কেন আগুন লাগবে সেই প্রশ্ন তুলেন তারা।
ক্ষুব্ধ এক ব্যবসায়ী অভিযোগ করেন, সিটি করপোরেশনের যারা মার্কেটের ফুট ওভার ব্রিজের সিঁড়ি ভাঙতে আইছে তারা আগুন লাগাইছে। কারণ রাত ৪টার সময় কেন তারা ব্রিজ ভাঙতে আসবে।
আরেক ব্যবসায়ী বলেন, একটা বিষয় বুঝে আসছে না, রাতে সেহরির সময় কেন আগুল লাগবে।
আরেক ব্যবসায়ী জানান, কাল প্রচণ্ড গরম ছিল। ব্রিজ ভাঙনের পর গরমের কারণে কারেন্টের তারে ব্রাস্ট মারে। এরপরই আগুন লাগে।
সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানিয়ে আরেক ব্যবসায়ী জানান, সিটি করপোরেশনের লোকরা গ্যাস দিয়ে সিড়ির রড কাটা থেকে আগুনের সূত্রপাত হয়। রাত ৪টা থেকে তারা কাটছে। সিসিটিভির ফুটেজ দেখলে আপনারা প্রমান পাবেন। আরেক ব্যবসায়ী বলেন, পরিকল্পিতভাবে এই আগুন লাগাইছে।
এর আগে এক সপ্তাহের ব্যবধানে বঙ্গবাজার মার্কেট ও নবাবপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৪ঠা এপ্রিল ভোরে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে সবচেয়ে বড় পাইকারি ওই মার্কেটের তিন হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আশপাশের আরও ৫টি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়।