চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার দেয়া ঈদ উপহার পেল এক হাজার দুস্থ পরিবার।
শুক্রবার কাউন্সিলর হাজী নুরুল হক এবং মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর সহযোগিতায় দুটি পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই উপহার বিতরণ করেন চট্টগ্রাম নগরীর মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। দুটি অনুষ্ঠানে কাউন্সিলর মোহাম্মদ আবদুল মান্নানসহ সামাজিক সংগঠন হাসি ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
এসময় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর হাজী নুরুল হক এবং মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর নেয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট কাউন্সিলর হাজী নুরুল হক এবং মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।