মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কৃষি বিভাগের সি আই জি দলের সদস্যদের নিয়ে কংগ্রেসের আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের বর্ধিত জনসংখ্যা খাদ্য চাহিদা পুরনের জন্য কৃষি যান্ত্রিকরনের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য কৃষি বিভাগ গ্রামাঞ্চলের কৃষকদের সংগঠিত করে কমন ইন্ট্রারেষ্ট গ্রুপ (সিআইজি) করেন। এই উপজেলার ১৪ টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ১ টি সিটি করপোরেশনের ওয়ার্ড ৬০টি সিআইজি গ্রুপ রয়েছে। এইসব গ্রুপগুলোকে সংগঠিত করার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুসারে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেসের মাধ্যমে প্রত্যেক সিআইজি গ্রুপকে ঐক্যবদ্ধ করে স্মার্ট কৃষিকে সমৃদ্ধ করা হবে বলে মত প্রকাশ করা হয়। কংগ্রেস অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বরো ফসল হিট ষ্ট্রোকে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। এতে করে ধানের ফুল নস্ট হয়ে যাবে। ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। হিট ষ্ট্রোক থেকে ফসল রক্ষার জন্য জমিতে কম করে ৩ ইঞ্চি পরিমাণ পানি সব সময় রাখতে হবে। তাছাড়া প্রতি লিটার পানিতে ৬গ্রাম এম ও পি সার, থিওভিট ৬ গ্রাম, ২ গ্রাম জিম মিশিয়ে প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। এই ভাবে ১০ লিটার পানিতে পরিমান মত উল্লেখিত উপকরন মিশ্রিত করে দুই শতক জমিতে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। h হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার। এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আবদুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য উপ- সহকারী কৃষি কর্মকতা ওমর ফয়েজ, অরুপ কুমার বড়ুয়া, জামাল উদ্দিন। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ মহসীন, কল্যান বড়ুয়া।
দেশের বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পুরনের জন্য কৃষি যান্ত্রিকরনের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন