জেরুজালেমের আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল। পবিত্র রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর ইসরাইল সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ঊর্ধ্বতন প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত সপ্তাহে আল-আকসা মসজিদের ভেতর তাণ্ডব চালায় ইসরাইলি পুলিশ। এর জেরে ওই অঞ্চলে নতুন করে সহিংসতা শুরু হয়। ইসরাইলকে লক্ষ্য করে গাজা, লেবানন এবং সিরিয়া থেকে রকেট ছোড়া হয়। জবাবে ইসরাইলের নিরাপত্তা বাহিনীও ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। এ অবস্থা সাময়িক সময়ের জন্য আল-আকসায় অমুসলিমদের যাতায়াত বন্ধ করে দিতে বাধ্য হয় ইসরাইল সরকার।
আল-আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। এ নিষেধাজ্ঞা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিন।
এর আগে, মঙ্গলবার একদিনের ব্যবধানে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ গেছে দুই ফিলিস্তিনির। এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে কয়েকজন অস্ত্রধারী নিহত হয়েছে।
তেল আবিবের দাবি, ইসরাইলি সেনাদের চৌকি লক্ষ্য করে কয়েক যুবক প্রথমে গুলি চালায়। পরে ইসরাইলি সেনারাও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই অস্ত্রধারীরা নিহত হয়।
পরে ঘটনাস্থল ও এর আশপাশের নিরাপত্তা জোরদার করে ইসরাইলি সেনারা। সাধারণ মানুষ এমনকি গণমাধ্যমকর্মীদেরও ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।