দেশের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এর আগে বেশির ভাগ রোমান্টিক চরিত্রেই দেখা গেছে তাকে। তবে এবার ঈদে দেখা মিলবে ভিন্ন এক বাপ্পীর। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ছবি ‘শত্রু’। এরইমধ্যে বাপ্পী অভিনীত ছবিটি আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সুমন ধর। ছবিটি পুলিশি অ্যাকশন ধাঁচের। প্রায় আড়াই মিনিটের ট্রেলারের বেশির ভাগ জুড়েই পুলিশ অফিসার বাপ্পীকে দেখা যায় সমাজ ও দেশের শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এই ছবির জন্য বাপ্পী নিজের লুকেও পরিবর্তন এনেছেন বেশ। ‘শত্রু’র মাধ্যমে পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন বাপ্পী।
এখানে তার বিপরীতে রয়েছেন জাহারা মিতু। খল চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে। এরইমধ্যে ট্রেলারেই চমক দেখিয়েছেন বাপ্পী। তার লুক ও অ্যাকশনের প্রশংসা করছেন দর্শক। বাপ্পী চৌধুরী বলেন, এ ছবিটির গল্প বেশ চমৎকার। ‘শত্রু’র গল্প সমাজ ও দেশের মানুষের কথা বলবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক পুলিশ অফিসারের গল্প এটি। যে চরিত্রে কাজ করেছি আমি। এ চরিত্রের জন্য আলাদা করে প্রস্তুতিও নিতে হয়েছে। ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আমি আমার ভক্তদের বলবো ছবিটি দেখে তাদের মতামত জানানোর জন্য।