নিজের ২০০তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেন তিনি আট নম্বরে নেমেছিলেন তা নিয়ে দর্শকদের মত মহেন্দ্র সিং ধোনির মনেও ভবিষ্যতে প্রশ্ন জাগবে। আট নম্বরে নেমেও তিনি ১৭ বলে ৩২ রান করে রাজস্থান রয়্যালসের ১৭৫ রানের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু, শেষ রক্ষা হলো না। শেষ বলে সিএসকের সামনে একটি চার মেরে সুপার ওভারে যাওয়ার সম্ভাবনা ছিল। আর ছক্কা হলে ম্যাচ জিততো চেন্নাই। কিন্তু এক রানে সন্তুষ্ট থাকতে হলো তাদের। সন্দীপ শর্মা এবং জুজবেন্দ্র চাহাল চমৎকার বল করে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জেতান।
আইপিএলের ২০০তম ম্যাচ স্বরণীয় হলো না ধোনির, ৩ রানে হারলো চেন্নাই সুপার কিংস

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন