ক’দিন বাদেই রোজার ঈদ। আর ঈদকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে সিনেমা মুক্তির তোড়জোড়। এবারের ঈদে বেশকিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ছবিগুলোকে ঘিরে পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের প্রত্যাশাও অনেক। যদিও গত বছর মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবির পর আর কোনো ছবিই এখন পর্যন্ত ব্যবসা সফলতার মুখ দেখেনি। যার কারণে চলচ্চিত্র সংশ্লিষ্টরা হতাশাও ব্যক্ত করেছেন। এরমধ্যে হিন্দি ছবি আমদানির বিয়ষটিও জোরালো হয়। যদিও বিষয়টি এখনো আলোচনার টেবিলেই রয়েছে। এবারের ঈদ দীর্ঘ সময়ের ঘাটতি মেটাতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। এরইমধ্যে বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঈদে তাদের সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে।
এবার সবার নজর থাকবে সুপারস্টার শাকিব খান অভিনীত ঈদের একমাত্র ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর দিকে। এ তারকার ‘আগুন’ নামের ছবিও মুক্তির কথা থাকলেও সেটা আর হচ্ছে না। ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। এরইমধ্যে এ ছবির টিজার প্রকাশ হয়েছে। যদিও শাকিবকে দেখা যাচ্ছে না ছবির প্রচারণায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে, শাকিবের সঙ্গে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের দূরত্বের ফলেই এমনটা হচ্ছে। এদিকে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত অ্যাকশন সিনেমা ‘কিল হিম’। ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এ ছবির মাধ্যমে অনন্ত ঘোষণা দিয়েছেন এরপর থেকে আর কখনো ছবি প্রযোজনা করবেন না, মনের মতো হলে অন্যের ছবিতে শুধু কাজ করবেন।
অন্যদিকে জাজ মাল্টিমিডিয়া এরইমধ্যে ঈদে দুটি ছবি মুক্তির ঘোষণা দিয়েছে। এর একটি হলো ‘পাপ’, অন্যটি হলো ‘জ্বীন’। এরমধ্যে সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান, ববি, জাকিয়া মাহা প্রমুখ। অন্যদিকে ভৌতিক গল্পে ‘জ্বীন’ ছবিতে অভিনয় করেছেন ছোট পর্দার তারকা সজল ও চিত্রনায়িকা পূজা চেরী। অন্যদিকে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাচ্ছে। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু। ঈদে মুক্তির কথা রয়েছে দীপংকর দীপন পরিচালিত সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম প্রমুখ। এর বাইরে মুক্তির কথা রয়েছে আরিফিন শুভ অভিনীত ‘নূর’ সিনেমাটি। এর বাইরে অপু বিশ্বাস-সাইমন জুটির সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ও এবার ঈদে মুক্তি পেতে পারে। এর বাইরে আরও দু-তিনটি ছবি ঈদে মুক্তির তালিকায় যুক্ত হতে পারে।