শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের আউশ ধান সার বিতরন করেন । রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ৪শত জন কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয় । ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ মাঠে কৃষকের মধ্যে আউশ ধান ও সার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে কৃষকদেও উদ্যোশে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইনের সঞ্চলনায় আউশ ধান ও সার বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্ত্ াআনিসুর রহমান। ছবির ক্যাপশনঃলম্পট ইব্রাহিম ঝিনুক রাউজানে কাতার প্রবাসীর স্ত্রী চাচাঁ শ্বশুরের লালসার শিকার শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া মনু মিয়্ াড্রাইভারের বাড়ীর বাসিন্দ্বা কাতার প্রবাসী মোঃ মনসুরের সাথে গত ৮ বৎসর পুর্বে পাশ্ববর্তী এলাকার এক মহিলার বিয়ে হয় । বিয়ের পর প্রবাসী স্বামী কাতারে চলে য়ায় । এই সুযুগকে কাজে লাগিয়ে প্রতিবেশী চাচা শ্বাশুর লমপ্ট ইব্রাহিম ঝিনুক (৩৫) বিভিন্ন সময়ে কাতার প্রবাসী মনসুরের স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে বিভিন্ন ধরনের প্রলোভন দেয় । লম্পট ঝিনুকের ফাদেঁ পড়ে কাতার প্রবাসীর স্ত্রী গত ৩০ মার্চ দিবাগত রাত সাড়ে ৮টার সময়ে ঘর থেকে বের করে সিএনজি অটোরিক্সায় করে চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানাধীণ শহীদনগর কমিশনার গলিতে ১নং বাসায় নিয়ে আটক করে রাখেন । লম্পট চাচাঁ শ্বশুর ঝিনুক প্রবাসী ভাতিজার স্ত্রীকে ধর্ষন করে। এঘটনার কাতার প্রবাসীর পরিবারের কাছ থেকে শুনে কাতার প্রবাসীর স্ত্রী ভাই ও পরিবারের সদস্যরা লম্পট ঝিনুকের সাথে যোগাযোগ করে কৌশলে নগরীর বায়োজিদ থেকে রাউজানে নিয়ে আসা হয় । লম্পট ঝিনুকের লালসার শিকার কাতার প্রবাসীর স্ত্রী তাকে ধর্ষন করেছে বলে জানানোর পর কাতার প্রবাসীর স্ত্রীর ভাই বাদী হয়ে গতদকাল ৬ এপ্রিল রাউজান থানায় মামলা দায়ের করেন । মামলা দায়ের করার পর লম্পট ঝিনুককে পুলিশ আটক করে বলে জানায় রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল। লম্পট ঝিনুকের লালসার শিকার ভাতিজার স্ত্রীকে রাউজান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে । আগামীূ কাল ৭ এপ্রিল শুক্রবার ভিকিটিম কে পরিক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেসনিক বিভাগে পাঠানো হবে বলে জানান রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল ।
রাউজানে ৪শত জন কৃষক পেল আউশ ধানের বীজ ও সার

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন