বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দলীয়ভাবে ইফতার মাহফিল করতে নিষেধ করেছেন। এর পরিবর্তে অসহায় ও সামর্থহীনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পবিত্র রমজান মাস উপলক্ষে ২০০০ পরিবার মধ্যে গরিব,দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ এপ্রিল ) দুপুরবেলায় ফটিকছড়ি উপজেলায় নাজিরহাট পৌর সভার ৩ নং ওয়ার্ডে টেকের দোকান সংলগ্ন কমিউনিটি সেন্টারে ২০০ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু তালেব চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌর সভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ মোহাম্মদ জাফর আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিছ মিয়া,নাজিরহাট পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিরর ওসমান গণি,সাবেক কাউন্সিলর মোঃ হারুন,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল আলম তালুকদার,পৌর সভা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহামুদুল হক । সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক
ইফতার সামগ্রী বিতরণ কালে অতিথিবৃন্দ ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন কে এই মহতী উদ্যোগের জন্য নাজিরহাট আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এই ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল,ডাল,ছোলা,চিনি, তেল ও চিড়া। ইফতার সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজ-আনোয়ারা ফাউন্ডেশন ও ৩ নং ওয়ার্ড,নাজিরহাট পৌর সভা আওয়ামী লীগ।
বার্তা প্রেরক
মুহাম্মদ সাজিদুল হক
চেয়ারম্যান
সিরাজ আনোয়ারা ফাউন্ডেশন