চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাজী ইসমাইল বালিসহ বিএনপি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিন। পবিত্র মাহে রমজানেও এই সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা- হামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে । উচ্চ আদালত থেকে জামিন থাকলেও নিম্ন আদালত বিএনপি নেতা কর্মীদের জামিন বর্ধিত না করে জেল হাজতে প্রেরণ করছে। দেশের মানুষের স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, আছে শুধু দুর্নীতি-দুঃশাসন, নিপীড়ন-নির্যাতন। ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি মাঠে আছে।আগামী দিনে দেশের নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।আগামী ৮ এপ্রিল থানায় থানায় অবস্থান কর্মসূচি সফল করতে এখন থেকে প্রস্তুতি নিন। তিনি আজ ৫ এপ্রিল, বুধবার,বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে আগামী ৮ই এপ্রিল শনিবার, চট্টগ্রাম মহানগরীর আওতাধীন থানা সমূহে কেন্দ্রঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। ডা.শাহাদাত হোসেন আরো বলেন, গতকালকেও আমরা দেখেছি কুমিল্লা টাউন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য চলাকালীন সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণ এখন এতটাই বেপরোয়া যে ইফতার মাহফিলের মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকেও তারা সহ্য করতে পারছে না। যুবদলের বিভাগীয় ইফতার মাহফিলে হামলা চালিয়েছে। শুধু হামলাই নয়, ইফতার শেষে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়া মাত্রই ব্যাপক লাঠিচার্জ ও তাদেরকে গ্রেফতার করেছে। এ সরকার একটি এক দলীয় সরকার। প্রতিহিংসা পরায়ণ সরকার। বিএনপিকে নিশ্চিহ্ন করতে পবিত্র এই রমজানেও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নিপীড়ন নির্যাতন চালাচ্ছে এই একদলীয় ফ্যাসিবাদি সরকার। চট্টগ্রাম মহানগর বিএনপির আবুল হাশেম বক্কর বলেন,আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। আজকে সাধারণ মানুষ কথা বলতে পারে না, সাংবাদিকরা লিখতে পারেনা। একদলীয় ভাবে চলছে এই স্বৈরাচারী সরকারের অপশাসন । এই স্বৈরাচার সরকারের অপশাসন থেকে রেহাই পেতে হলে রাজপথে নামতে হবে।আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। আগামী ৮ এপ্রিল থানায় থানায় কর্মসূচি সফল করতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, এড মুফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, মো. কামরুল ইসলাম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারন সম্পাদক জেলী চোৗধুরী, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, মোশাররফ হোসেন ডেপটি, আবদুস সাত্তার সেলিম, আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, হাজী বাদশা মিয়া, মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, আবদুল কাদের জসিম, রোকন উদ্দিন মাহমুদ, নুর হোসাইন, শ্রমিকদলের শম জামাল উদ্দিন, কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু সহ ৪৩টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী ইসমাইল বালীসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন