বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অনুদান দেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মেয়র তাপস বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গতকাল সকাল ৬টা ১০ মিনিটে গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় চার হাজার দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাঁচ হাজার ব্যবসায়ী।