টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নানা কাণ্ড ঘটিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। এবার তার আলোচনায় আসার কারণ হলো টলিউডের দুই প্রযোজকের বিরুদ্ধে অস্বস্তিকর পরিস্থিতির অভিযোগ তুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত এক মাস ধরে তাকে মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেত্রী। ওই প্রযোজকদ্বয়ের নাম সন্দীপ সরকার ও অজান্তা সিংহ রায়। তারা ‘শিবপুর’ নামের একটি ছবির প্রযোজনা করছেন। যে ছবির অভিনয়ে আছেন স্বস্তিকাও। অভিযোগের বিষয়ে অভিনেত্রী বলেন, চুক্তিপত্রে অজান্তা সিংহের স্বাক্ষর ছিল। সন্দীপ সরকার যে আরও একজন প্রযোজক, সেটা তো এখন জানতে পারলাম! বিগত এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ই-মেইলে হুমকি দিচ্ছেন।
প্রথমে কিছু বলিনি। কিন্তু শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম। কী ধরনের হুমকি দেয়া হচ্ছে জানতে চাইলে স্বস্তিকা বলেন, বলে শেষ করতে পারবো না। আমি সহযোগিতা না করলে আমাকে পুলিশে দেয়া হবে, মমতা ব্যানার্জির দপ্তরে আমার নামে অভিযোগ করা হবে, আমেরিকান দূতাবাসে অভিযোগ জানিয়ে আমার ভিসা বন্ধ করা হবে। এখানেই শেষ নয়, স্বস্তিকার দাবি, তার ছবি বিকৃত করে পর্নো ওয়েবসাইটে ছড়িয়ে দেয়ার হুমকিও নাকি দেয়া হয়েছে। তবে পুলিশি তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।