কর্ণফুলী থানার মাদকের মামলায় দুই জনের ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২ মার্চ) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রতন রুদ্র (৪৮) ও মিজানুর রহমান (২০)।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় রতন রুদ্র ও মিজানুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৭ এপ্রিল কর্ণফুলী থানার কলেজ বাজার মেট্রো ল্যাব ডায়গনস্টিক সেন্টার সামনে থেকে রতন রুদ্র ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন কর্ণফুলী থানার উপ পরিদর্শক(এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।