মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো গত মার্চ মাসে ৩৭০ অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার ও ৪২ হাজার ৮৪ পিস ইয়াবা জব্দ করেছে।
রোববার (২ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয় মোট ৩৭০ টি অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
৮১টি মামলায় ৪২ হাজার ৮৪ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও ৮ কেজি ২৩২ গ্রাম গাঁজা ও ৫০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যেতেও অব্যাহত থাকবে।