(মহান স্বাধীনতা দিবস-২৩) হাটহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষ্যে হাটহাজারী প্রেস ক্লাব এর উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬শে মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা। পরে প্রেস ক্লারের নিজম্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আলী’র সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ, দফতর সম্পাদক মো. আবু তালেব, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, সদস্য আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, মো. আলাউদ্দীন, নাজিম উদ্দিন এবং মো. পারভেজ। সভায় বক্তারা বলেন, আজ ২৬শে মার্চ আমরা স্বাধীনতার ৫২ বছর অতিক্রম করছি। আজ বাঙালি জাতির শৃঙ্খল মুক্ত হওয়ার দিন। আজকের এই দিনে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ। দেশ স্বাধীন করতে গিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা তাদের আত্মাহুতি দিয়েছিলেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এবং এখনও যে সকল বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে বর্তমান তাঁদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।