সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিনের উদ্যোগে ৫০০ জন পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রোববার দামপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
এসময় মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী প্যানেল মেয়র গিয়াস উদ্দিনের নেয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট প্যানেল মেয়র গিয়াস উদ্দিন্সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাগমনিরাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল আজিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান মিল্টন, ক ইউনিট সভাপতি মো: শাহাজান, বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবসারসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫০০ পরিবারকে ইফতারসামগ্রী দিলেন মেয়র

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন