চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া)’র উদ্যোগে বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দি জননেতা আসলাম চৌধুরী’র পক্ষ থেকে ০৯নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মঈনউদ্দিন চৌধুরী মঈনু, নগর বিএনপির সাবেক নেতা নুরুল আকবর কাজল, যুবদলের সহ সভাপতি নুর আহাম্মদ গুড্ডু, সহ সভাপতি মোহাম্মদ ফজলুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, আকবর শাহ থানা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, সাবেক ছাত্র নেতা আব্দুর রব বিজয়, নগর যুবদলের আপ্যয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাছির আহমেদ সোহেল, ইউনিট বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, ছাত্রদল নেতা সাজিদ, অনিক প্রমুখ। প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। রমজান শুরু হওয়ার আগে থেকেই সবকিছুর মূল্য চরম ঊর্ধ্বগতিতে রয়েছে। মাছ, মাংস, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে। সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই। তাই তিনি সমাজের সামর্থ্যবানদেরকে অসহায়দের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।