ইউএস সিডিসি এর অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী ইপিআই ডাটা ম্যানেজমেন্ট শীর্ষক এক কর্মশালা গতকাল দুপুরে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী। স্বাগত বক্তেব্য রাখেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরন কর্মসূচীর ম্যানেজার ডাঃ ওবায়দুর রহমান, ফ্যাসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন সেভ দ্য চিলড্রেন এর পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডাঃ বুশরা তাবাসুম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ সরওয়ার আলম। উপস্থিত ছিলেন-জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্ত্তী, ডাঃ মোঃ হাসান মুরাদ চেীধুরী, ডাঃ সুমন তালুকদার, ডাঃ আকিল মাহমুদ নাফে, ডাঃ জুয়েল মহাজন। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশন ইনচার্জ মোঃ আবু ছালেহ প্রমুখ ।
প্রধান অতিথির বক্তেব্য চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চেীধুরী বলেন, মা ও শিশুর জীবন রক্ষায় সারা দেশের ন্যায় মহানগর এলাকায় দৈনন্দিন রুটিন টিকাদান কর্মসূচী পরিচালিত হয়ে আসছে। এই কর্মসূচীর সার্বিক কার্যক্রম ও তথ্য সমূহ ডিএইচআইএস-২ এর মাধ্যমে প্রদান করে সঠিক তথ্য নিয়মিত সরবরাহের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে দুইদিন ব্যাপী ইপিআই ডাটা ম্যানেজমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইপিআই রির্পোটিং সঠিকভাবে প্রদানের মাধ্যমে টিকাদান কর্মসূচী সফলতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি এই বিষয়ে সকল জোনাল মেডিকেল অফিসার ও ইপিআই টেকনিশিয়ান গণকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান এবং সেভ দ্য চিলড্রেন কর্তৃক এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় তাদের ধন্যবাদ জানানো হয়।
চসিক ও সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে ইপিআই ডাটা ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন