জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আর্দশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। মেয়র শিক্ষার্থীদের আলোকিত ও ভাল মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। একটি আদর্শ জাতির নেতৃত্ব দিতে স্কুলের গ-ি থেকে আজ যারা বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রস্তুতি নিতে হবে। এগিয়ে যেতে হবে অকুতোভয় সৈনিকের মত। সাফল্যের পথ যতই দুর্গম ও ভঙ্গুর হোক না কেন অবিচল নিষ্ঠা ও কর্মোদ্যম নিয়ে সকল বাধাকে তুচ্ছ করে স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে তৈরী হতে হবে।
আজ বুধবার বিকেলে অপর্ণা চরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা, বার্ষিক মিলাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, চসিক শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, বিদায়ী শিক্ষার্থী অনিতা সেন ও দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস তাসনিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জারেকা বেগম।
মেয়র আরো বলেন,বর্তমান বিশ্বে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। শিক্ষার্থীদের যে কোনো ক্ষেত্রে কারিগরি জ্ঞান অর্জন করতে হবে। হাতে কলমে শিক্ষা অর্জনের মাধ্যমে তথা তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকার মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
সভাপতির বক্তব্যে শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, লক্ষ্য যদি স্থির থাকে তবে সাফল্য নিশ্চিত। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলার বিষয়ে এখন থেকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওযার আহ্বান জানান এবং শিক্ষা জীবনে তাদের সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে এস এস সি পরীক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে শুরুতে এস এস সি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।