লটারিতে ২ মিলিয়ন ডলার জেতার পর একজন নারী তার ভাগ্যকেও বিশ্বাস করতে পারছিলেন না। তার স্বামী এক সপ্তাহ আগেই লাকি ড্রয়ের জন্য টিকিট কিনতে ভুলে গিয়েছিলেন । এরপরেই দম্পতির মধ্যে ঝামেলা শুরু হয়। স্বামী টিকিট কিনতে ভুলে গিয়ে স্ত্রীর ওপর চোটপাট করতে থাকেন। বিরক্ত হয়ে এক সপ্তাহ পর তিনি একটি নয়, একেবারে দুটি টিকিট কেনার সিদ্ধান্ত নেন । তিনি এবং তার স্ত্রী কয়েক দশক ধরে যে নম্বরগুলি ব্যবহার করছেন সেই একই নম্বর দিয়ে টিকিট কিনেছিলেন। অস্ট্রেলিয়ার ওলংগং-এর দম্পতিকে সোমবার লোটোতে দুটি বিভাগে পুরস্কার জেতার জন্য ২ মিলিয়ন ডলার হস্তান্তর করা হয়।
পুরস্কারের অর্থ হাতে পাওয়ার পর স্ত্রী প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন । ওই ব্যক্তি লোটোকে জানান, আমার স্ত্রী প্রায় তিন দশক ধরে এই সংখ্যাগুলি নিয়ে খেলছে এবং তার বিশ্বাস ছিলো এই নাম্বারগুলি একদিন কাজে আসবেই।
নতুন এই কোটিপতিরা বলছেন, তারা এ অর্থ ছুটিতে তাদের সন্তানদের জন্য ব্যয় করবেন। শুধু তাই নয়, সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই অর্থ দিয়ে তারা একটি বাড়ি কিনতে চান।
ডিসেম্বরে ম্যাসাচুসেটসের এক ব্যক্তি রেমন্ড রবার্টস ছয়টি লটারির টিকিট কিনে ১.৬ মিলিয়ন পাউন্ড জিতেছিলেন । রেমন্ড রবার্টসের প্রতিটি টিকিটের নগদ পুরস্কার মূল্য ছিলো ৩ লক্ষ ২৪ হাজার পাউন্ড এবং বিজয়ী সংখ্যাগুলি ছিল তার জন্মদিন এবং বার্ষিকীর তারিখগুলির সংমিশ্রণ।
তিনি ২০ বছর ধরে লটারি খেলেছেন এবং এর আগেও নম্বরগুলি ব্যবহার করেছিলেন। কিন্তু ভাগ্য তখন সুপ্রসন্ন হয়নি।