১২তম গ্রেডের ছাত্রদের শৃঙ্খলা শেখাতে স্কুল কর্তৃপক্ষের উদ্ভট সিদ্ধান্ত। ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারার প্রাদেশিক রাজধানী কুপাং-এ ১০টি উচ্চ বিদ্যালয় গত কয়েক মাস ধরে ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হচ্ছে। তবে এই পরীক্ষা-নিরীক্ষা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিভাবকরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। গভর্নর ভিক্টর লাইস্কোডাট গত মাসে এই সিদ্ধান্তের কথা জানান। জানা গেছে, ভবিষ্যতে বিদ্যার্থীদের শৃঙ্খলার শেখানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ । ইন্দোনেশিয়ায় সাধারণত সকাল ৭টা থেকে ৮টার মধ্যে স্কুল শুরু হয়। সেখানে এতো ভোরে স্কুল শুরু হওয়ায় তাদের সন্তানদের সারাক্ষণই ক্লান্তি গ্রাস করছে বলে জানাচ্ছেন অভিভাবকরা। শুধু তাই নয়, অন্ধকার থাকতে বাড়ি থেকে বের হওয়ায় সন্তানদের নিরাপত্তা নিয়েও তারা চিন্তিত। ১৬ বছর বয়সী ছাত্রের মা রাম্বু আতা এএফপিকে বলেছেন, তার সন্তানরা যখন রাস্তায় বের হচ্ছে সেই সময় রাস্তাঘাট একেবারে শুনশান অবস্থায় থাকে।
শুধু তাই নয়, স্কুলে যাবার জন্য ভোর ৪ টায় উঠতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে এতো ভোরে ওঠার জন্য বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ছে তাদের সন্তানরা। সারাদিন কাজ করার জন্য তাদের শরীরে আর কোনো ক্ষমতা থাকছে না।
ইন্দোনেশিয়ায়, স্কুল সাধারণত প্রায় সাড়ে তিনটার দিকে শেষ হয়। নুসা সেন্ডানা ইউনিভার্সিটির একজন অধ্যাপক এবং শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ মার্সেল রোবটের মতে, এই পদক্ষেপের সাথে শিক্ষার মান বাড়ানোর প্রচেষ্টার কোনো সংযোগ নেই। ঘুমের অভাবের ফলে বাচ্চাদের স্বাস্থ্য এবং আচরণ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে বলে তিনি আগাম সতর্ক করেন। ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম কোম্পাসের মতে, কেন্দ্রীয় সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন অভিভাবকরা ।
কোম্পাসের মতে, ইন্দোনেশিয়ার শিশু সুরক্ষা কমিশন এবং শিশু সুরক্ষা মন্ত্রক উভয়ই নীতিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। ২০১৪ সালের আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স স্টাডি অনুসারে, মধ্য ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘুমের জন্য পর্যাপ্ত সময় দিতে সকাল সাড়ে ৮টা বা তার পরে ক্লাস শুরু করা উচিৎ। স্থানীয় আইনপ্রণেতারাও কুপাং- এর এই নীতিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন । এতো সমালোচনা সত্ত্বেও, স্থানীয় সরকার স্কুল সাড়ে ৫টাতেই শুরু করেছে । এমনকি স্থানীয় শিক্ষা অফিসকে এই নীতি মানতে বাধ্য করেছে। রেনসি সিসিলিয়া পেলোকিলা নামে এজেন্সির একজন বেসামরিক কর্মচারী দাবি করেছেন যে, শিগগিরই শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য স্কুলে ব্যায়াম সেশন শুরু করা হবে ।