সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় পাঁচটি নৌকা ও ১৭৫ কেজি জাটকা এবং ২৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা করা হয়।
বুধবার (১৫ মার্চ) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনার বেশকিছু এলাকায় এই অভিযান চালানো হয়।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, পদ্মা ও মেঘনায় অভিযান চালিয়ে ওই ১৯ জেলেকে আটক করা হয়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।
গত পহেলা মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল- এই দুই মাস জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে এই সময় সরকারি তালিকায় থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়া হচ্ছে।