১৫ ওভারে ১৩১ রান। বাংলাদেশ হারিয়েছে মাত্র ১ উইকেট। ক্রিজে তখন লিটন দাস ফিফটি হাঁকিয়ে বড় ইনিংসের অপেক্ষায়। নাজমুল হোসেন শান্ত ব্যাটে তুলেছে ঝড়। ধারণা করা হচ্ছিল টাইগারদের স্কোর বোর্ড স্পর্শ করতে পারে ২শ’র সীমা। কিন্তু শেষ ৫ ওভারে টাইগারদের স্কোর বোর্ডে যোগ হলো মাত্র ২৭ রান। এর মধ্যে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৭৩ রান করে আউট হন লিটন। ব্যাট হাতে দলকে এগিয়ে নিতে এসেছিলেন অধিনায়ক সাকিব। কিন্তু ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি বাড়াতে পারলেন না তিনি। নির্ধারিত ওভার শেষে শান্ত ৪৭ ও সাকিব ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
আর স্কোর বোর্ডে তখন ১৫৮ রান ২ উইকেট হারিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের হাতছানি নিয়ে মাঠে নামে টাইগাররা। সফরে প্রথম টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জস বাটলার। কিন্তু মিরপুর শেরেবাংলার রহস্যময় উইকেট পড়তে যেন ভুল করেছিলেন ইংলিশ অধিনায়ক। শুধু তাই নয় গড়পড়তা মানের বোলিং আর বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়েছে তারা। সেই সুযোগে ব্যাট হাতে রান খরায় ভুগতে থাকা লিটন খুঁজে পান নিজেকে। তুলে নেন ৬৯ টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারের ৯ম ফিফটি।
টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন রনি তালুকদার ও লিটন। তাদের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে টাইগারদের সংগ্রহ ৪৮ রান। তাও কোনো উইকেট না হারিয়ে। এরপরই ২২ বলে ২৪ রান করে আউট হন রনি। তবে তিনি একবার জীবনও পেয়েছেন। জফরা আর্চারের বলে না বুঝেই ব্যাট চালিয়ে ক্যাচ তোলেন শর্ট থার্ডম্যানে। জায়গা থেকে নড়তেও হয়নি রেহান আহমেদকে। অনেক সময় পেয়েছিলেন ক্যাচটি লুফে নেয়ার। কিন্তু শেষ সময়ে তার হাত ফসকে যায় বল। তবে জীবন পেয়েও বেশিদূর যেতে পারেননি ৮ বছর পর টাইগার স্কোয়াডে সুযোগ পাওয়া এই ব্যাটার। দলের ৫৫ রানের সময় আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর দারুণ জমে ওঠে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর জুটি। সেই সময় স্বাগতিকদের স্কোর বোর্ডে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান।
বিশেষ করে লিটন দাস চড়াও হন ইংলিশ বোলারদের ওপর। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর প্রথম দুই টি-টোয়েন্টিতেও রান ছিল না লিটন দাসের ব্যাটে। তার ব্যাট থেকে সব শেষ ফিফটি এসেছিল অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ^কাপে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে। গতকাল ৭ ইনিংস পর আবারো ফিরলেন দারুণ ভাবে। নবম ফিফটি করলেন ৪১ বলে। একই সময়ে বাংলাদেশের স্কোর বোর্ড স্পর্শ করে তিন অঙ্ক। লিটনের ক্যারিয়ারের ধীরতম ফিফটি এটি। এর আগে ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি। তখন আরেক প্রান্তে দ্রুত রান তোলার চেষ্টা করেন শান্ত। মঈন আলির পর ছক্কা মেরেছেন রেহান আহমেদকে। অন্যদিকে ১৪তম ওভারের প্রথম বলে আর্চারের বলে বেন ডাকেটের হাতে জীবন পান ৫১ রানে থাকা লিটন। ওভারের শেষ দুই বলে চার-ছয় মারেন তিনি। ১৭তম ওভারের শেষ বলে দলীয় ১৩৯ রানে লিটনকে বিদায় করেন ক্রিস জর্ডান। সেøায়ার ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ফিল সল্টকে ক্যাচ দেন ১০টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৭৩ রান করা এই ওপেনার। টি-টোয়েন্টিতে এটিই ক্যারিয়ার সেরা স্কোর লিটনের। শান্তর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৮ বলে ৮৪ রান যোগ করেন লিটন।
লিটন ফেরার পর শেষ ১৮ বলে ১টি চারে মাত্র ১৯ রান যোগ করতে পারেন শান্ত ও অধিনায়ক সাকিব আল হাসান। এতে ২০ ওভারে ২ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৪৭ রান করেন শান্ত। ৬ বলে ৪ রান নিয়ে অপরাজিত থাকেন সাকিব। ইংল্যান্ডের রশিদ ও জর্ডান ১টি করে উইকেট নেন।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের মিশনের ম্যাচে দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিপিএলে আলো ছড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্পিনার তানভির ইসলামের। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ৭৯তম বাঁহাতি এই স্পিনার তিনি। এ ছাড়া একাদশে ফিরেছেন শামীম হোসেন। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও আফিফ হোসেন। সাড়ে তিন বছর পর তাকে ছাড়া টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। এই সময়ে তিনি খেলেছেন টানা ৬১ ম্যাচ। এ ছাড়াও এই ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ও বিশ্বের একাদশ ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ব্যাট হাতে তার সংগ্রহ ৬ হাজার ৭১১ রান, বল হাতে শিকার ৪৪৫ উইকেট।