প্রয়াত সাংসদ মুসলিম উদ্দিনের স্মরণসভায় ব্যারিস্টার মনোয়ার
মোছলেম উদ্দিন আহমেদ তৃণমূল থেকে উঠে আসা একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন।
চট্টগ্রাম প্রেসক্লাব এর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে প্রয়াত সাংসদ মুসলিম উদ্দিন আহামেদ এর স্মরণসভার আলোচনায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন আরো বলেন মোছলেম উদ্দিন আহমেদ এমপি ছিলেন তৃণমূল থেকে উঠে আসা একজন প্রকৃত রাজনীতিবিদ, তিনি আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে কাজ করে গেছেন। মোছলেম উদ্দিন আহমেদের কথা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে। বোয়ালখালীর কালুরঘাট সেতুর জন্য তার চেষ্টার কথাও সবাই স্মরণ করবে।
লেখক সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাজাহারুল হক শাহ্, চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান শিল্পী শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধাদের প্রসাদ দেবু, মুরাদপুর মহল্লা কমিটির সভাপতি সমাজসেবী হাসান নাসির, পাঁচ লাইশ থানা আওয়ামী লীগ নেতা মোঃ সোহেল মাহমুদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, ছড়াকার তসলিম খাঁ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আব্দুর শুকউর, নাগরিব ফোরামের মো: নূর, মো: ইমন, কবি আসিফ ইকবাল, আওয়ামীলিরে নেতা মাসুদ খান, রুবেল ধর, এমডি এইচ সাজ্জাদ, শামিম, মো: সমিন, মেহেরুন নীপা, নূর ইসলাম, মো: জসিম উদ্দিন, রুবেল ধর, পঙ্কজ রাহুল, মামুন চোধুরী, জিন্নাত আরা ঝিনুক, মো: মহসিন।