টানা দুই জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে নামছে টাইগাররা। আর তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামছে সাকিব আল হাসানের দল।
ইংলিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে অভিষেক হচ্ছে তানভীর ইসলামের। আর একাদশে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তানভীর ইসলাম।
ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট, ডেভিড মালান, মঈন আলী, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), বেন ডাকেট, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ এবং জোফরা আর্চার।