গত ১১ই মার্চ সন্ধ্যায় স্বাধীনতার মাসে বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল ওকাস(OCAS – ওল্ড ক্যাডেটস’ এসোসিয়েশন অফ সিলেট) আয়োজিত জাকঁজমকপূর্র্ণ ফ্যামিলি নাইট। যার মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন জাদুশিল্পী আলীরাজের চোখ ধাঁধানো ম্যাজিক অ্যান্ড ইল্যুশন প্রদর্শনী। ৬০ মিনিট ব্যাপী জাদু প্রদর্শনীতে আলিরাজ রঙিন ছাতা পরিবর্তন, খণ্ডিত তরুণী, তরুণীর অন্তর্ধান, শূন্যে ভাসমান তরুণী, শূন্য থেকে পতাকার আবির্ভাব এবং আরো বেশ কয়েকটি অভিনব নতুন জাদু উপহার দেন, যা উপস্থিত সকল দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওকাস সভাপতি মুশফিকুর রহমান রুবেল, সাইফুল আলম সহসভাপতি, এয়ার কমোডর এম খালিদ হোসাইন, হাসিবুল হোসেন উপল (সেক্রেটারি) এবং কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। পরবর্তীতে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার, সায়েরা রেজা, ফুয়াদ এবং অরূপের সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আলীরাজের ম্যাজিকে মন্ত্রমুগ্ধ দর্শক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন