এবার একজন নারী বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেয়ার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের আদালত। এ বিষয়ে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টের সিভিল জজ রানা মুজাহিদ রহিম তিন পৃষ্ঠার একটি রায় দিয়েছেন। এতে বলা হয়েছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান সম্প্রতি একজন নারী বিচারককে হুমকি দিয়েছিলেন। এ মামলার শুনানির সময় উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন তিনি। এ জন্য আদালত ওই রায় ঘোষণা করে। এ খবর দিয়ে অনলাইন জিও টিভি বলছে, এই মামলায় ব্যক্তিগতভাবে উপস্থিতি বাতিলের আবেদন করা হয়েছিল ইমরান খানের পক্ষ থেকে। কিন্তু আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। পক্ষান্তরে পিটিআই প্রধানকে আগামী ২৯ শে মের মধ্যে আদালতে উপস্থিত করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।
ইমরান খান গত বছর অনাস্থা ভোটে ক্ষমতা হারান। মামলার শুনানিতে উপস্থিত হতে আরও একবার ব্যর্থ হন। পক্ষান্তরে তিনি ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিতি থেকে মুক্তি চেয়ে আবেদন করেন।
এ নিয়ে শুনানির সময় ইমরান খানের আইনজীবী ইন্তেজার হায়দার পানজুথা বলেন, ইমরান খানের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি আছে। এর মধ্যে ৭১ বছর বয়সী ইমরান খানের ইসলামাবাদে যাওয়া নিরাপদ নয়। তাই তারা ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন জানিয়েছেন, যাতে আদালতে ভার্চ্যুয়ালি উপস্থিত হওয়ার অনুমোদন দেয়া হয়। ইমরান খানের আইনজীবী টিমের আরেকজন সদস্য নাঈম হায়দার পানজুথা বলেন, নিরাপত্তার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতি থেকে ছাড় চেয়ে আবেদন করা হয়েছে। তারা ইমরানের এই আবেদন গ্রহণ করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু আদালত এসব আবেদন প্রত্যাখ্যান করেছেন। উল্টো তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুনানি মুলতবি ছিল। পরে তা আবার শুরু হয়।