চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে ক্লাবের পরিবারভুক্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইমিগ্রেশন আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর মেয়াদের শুরুতে প্রথমবারের মতো কোন বিশিষ্ট ব্যক্তিকে ক্লাবের দাতা সদস্য পদ প্রদান করা হল। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে রোববার অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। প্রেস ক্লাবের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সদস্য, সিনিয়র সাংবাদিকদের উপস্থিতি অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করেছে। এ জন্য ক্লাবের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। *চট্টগ্রামের দুঃখ হিসেবে খ্যাত চাক্তাই খাল খনন আন্দোলনসহ চট্টগ্রামের উন্নয়ন ও প্রগতিশীল সব আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন। লেখাপড়ার জন্য ইংল্যান্ডে পাড়ি জমানোর পর সেখানে গড়ে তোলেন গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। লন্ডনে বসবাসকারি বাংলাদেশী তথা চট্টগ্রামের মানুষকে এক ছাতার নীচে আনেন তিনি। স্টুডেন্ড ভিসা কিংবা অন্য উপায়ে যুক্তরাজ্যে যাওয়ার পর আইন গ্যাড়াকলে বা বিপদে পড়া দেশের মানুষের পাশে দাঁড়ান। চট্টগ্রামের প্রতি তার দরদ অপরিসীম। আমরা তার সাফল্য কামনা করি।
প্রেস ক্লাব পরিবারে যুক্ত হলেন ব্যারিস্টার মনোয়ার

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন