চট্টগ্রাম বন্দরের পার্শবর্তী ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে অবস্থিত শেখ হাসিম সওদাগর জামে মসজিদ। এই মসজিদ প্রথম নির্মিত হয় ষোল শতাব্দীর শেষেরদিকে, সুজাশাহের আমলে, তখন যারা নির্মাণ শ্রমিক ছিল, সবাই এসেছেন আগ্রা থেকে, তারা শেখ হাসেম সওদাগরের আরও দুই টি বাড়ি নির্মাণ করে দিয়েছেন, অন্দর বাড়ি ও বাহির বাড়ি, অন্দর বাড়ি এখন ও দাড়িয়ে আছে, বাহির বাড়ি ভেন্গে ফেলা হয়েছে,। বর্তমানে এই মসজিদটি ভেঙে এই স্হানে আধুনিক ও দৃষ্টি নন্দন নকশায় আরেকটি মসজিদ নির্মান করা হয়েছে। তবে মসজিদের ভিতরে প্রায় চারশত বছরের পুরানো পানির কূপটি এখনো কালের সাক্ষি হয়ে রয়ে গেছে। তবে মজার ব্যাপ্যার হল, নির্মাণ কারিগর রা আর আগ্রয় ফিরে যায় নি,তারা একি স্টাইলের আরও বহু মসজিদ নির্মাণ করেছেন, পাশাপাশি হানিফ সওদাগরের মসজিদ, অছিমিয়া সওদাগরের মসজিদ, নেয়ামত আলী সওদাগরের মসজিদ, চৌধুরী পাড়ার লাল মসজিদ, এখন ও দাড়িয়ে আছে।
শেখ হাসিম সওদাগর জামে মসজিদ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন