রাউজানের গহিরায় সড়কের জায়গা দখল ও পুকুর ভরাট করে নির্মান করা হচ্ছে পাকা ভবন
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের গহিরা ইউনিয়নের দলই নগর জোহরা ভিলার সামনে জনগনের চলাচলের সড়কের জায়গা দখল ও পুকুর ভরাট করে শওকত নামে এক ব্যক্তি নির্মান করছে পাকা ভবন । সড়ক দিয়ে চলাচলকারী এলাকার বাসিন্দ্বারা সড়কের জায়গায় ভবন নির্মানের অভিযোগ করে গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছারের কাছে । অভিযোগ পেয়ে গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার উভয় পক্ষকে ডেকে সড়কের জায়গা পরিমাপ করে সড়কের জায়গা নির্ধারন করবেন বলে ভবন নির্মানের কাজ বন্দ্ব করে দেয় । এলাকার বাসিন্দ্বা আবদুল মান্নান ও শাহ নেওয়াজ অভিযাগ করে বলেন সড়কের জায়গায় দখল করে শওকত পাকা ভবন নির্মান করছেন। এলাকাবাসি সড়কের জায়গা পরিমাপ করে সড়ক জবর দখল থেকেব মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন । এ ব্যাপারে পাকভবন নির্মানকারী শওকতকে তার মোবাইল ফোনে ফোন করে জানতে চাইলে, শওকত তার ব্যবহৃত মোবাইল ফোন কথা না বলে, গহিরা ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা নাজিমউদ্দিনকে দিয়ে এই প্রতিবেদকের সাথে কথা বলেন। সাবেক মেম্বার নাজিম উদ্দিন বলেন যারা সড়কের জায়গা দখল করে ভবন নির্মান করছেন বলে অভিযোগ করে সাংবাদিকের বলেছে । সাংবাদিকেরা কি জমি পরিমাপ করতে পারবে, না বিচার করতে পারবে । পুকুর ভরাট করার বিষয়ে সাবেক মেম্বার নাজিম উদ্দিনের কাছে জানতে চাইলে, সাবেক মেম্বার নাজিম উদ্দিন বলেন, এটা পুকুর নয় এটা একটি চৌবাচ্ছা। এ ব্যাপারে গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সড়কের জায়গা দখল করে ভবন নির্মান করার বিষয়ে আমার কাছে এলাকার বাসিন্দ্বা আবদুল মান্নান অভিযোগ করেছেন । উভয় পক্ষকে ডেকে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে সড়কের জায়গা নির্ধারন করার পর সড়কের জায়গায় ভবন নির্মান করা হলে তা সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে ।
রাউজানে পানি চলাচলের পখে কৃষি জমি থেকে মাটি খনন করছে পুকুর
রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের উত্তর লেলাঙ্গারা নন্দ মাঝি পাড়া এলাকার পুর্ব পাশে খাসখালী খালের পুর্ব পাশে পানি চলাচলের পথ বন্দ্ব করে কৃষি জমিতে খনন করছে পুকুর । পুকুর খনন করে পুকুরের বাধ নির্মান কাজ শেষ হলে বর্ষার মৌসুমে বৃষ্টি হলে পাহাড়ী ঢলের শ্রোতের পানি চলাচলে বাধা সৃষ্টি হয়ে বিপুল পরিমান ফসলী জমি ও বসতঘর পানিতে ডুবে যাওয়ার আশংকা করছে এলাকার বাসিন্দ্বারা । রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া, হাজী পাড়া ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান, মোহাম্মদপুর এলাকায় ফসলী জমি রয়েছে । ফসলী জমির উপর দিয়ে বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হয়ে খাসখালী খালে গিয়ে পড়ে । বর্ষার মৌসুমে পানি চলাচলের পথ বন্দ্ব করে পুকুর খনন করায় পানি চলাচলে প্রতিবন্দকতা সৃষ্টি হয়ে ফসলী জমি ফসল ও এলাকার বাসিন্দ্বাদের বসতবাড়ী পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিলে ও কৃষি জমির মাটি খনন করে পুকুর খনন করা হলে ও সংশ্লিষ্টরা নিরবতা পালন করে আসছে । সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় পানি চলাচলের পথ বন্দ্ব করে এসকেভেটার দিয়ে পুকুর খনন করছে । রাউজানের ৭নং রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর বানু হাজীর বাড়ীর বাসিন্দ্বা শফি তার মালিকাধীন কৃষি জমিতে পুকুর খনন করছে । এ ব্যাপারে কৃষি জমি থেকে মাটি খনন করে পুকুর করার কাজে নিয়োজিত জমির মালিক মোঃ শফির কাছে জানতে চাইলে মোঃ শফি বলেন, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম থেকে অনুমতি নিয়ে পুকুর খনন করছি । এ ব্যাপারে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলামের কাছে ফোন করে জানতে চাইলে, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, আমার কাছ থেকে পুকুর কৃষি জমিতে পুকুর খনন করার কোন অনুমতি নেয়নি ।