বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার শাস্তির মেয়াদ শেষ হয়নি। এখন তিনি রাজনীতি করবেন নাকি নির্বাচন করবেন, সেটা আদালত ঠিক করবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদারতা, মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন এবং তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে তার সাজা বাতিল হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দীর্ঘদিন বন্ধ থাকার ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। নির্বাচনের দায়িত্ব ঢাবির। ডাকসু নির্বাচন প্রতিবছরই হয়। এটা করতে না পারা প্রশাসনেরই ব্যর্থতা। এতে আওয়ামী লীগের কোন হস্তক্ষেপ নেই।
এর আগে হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে সব মতাদর্শের লোকদের দাওয়াত না দেওয়ায় আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অরাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না।
কিছু কিছু জায়গা রাজনীতির থেকে বাইরে রাখতে হয়।