জার্মানির একটি চার্চে গুলিতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ ‘এক্সট্রিম ডেঞ্জার’ বা চরম বিপদের সতর্কতা দিয়েছে। হামবার্গের জেহোভাস উইটনেস সেন্টারে এ ঘটনা ঘটেছে। এতে হামলাকারীও নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। কতজন নিহত হয়েছে সে বিষয়ে পুলিশ নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে মিডিয়ায় বলা হচ্ছে, নিহতের সংখ্যা ৭। গুরুত্বর আহত হয়েছেন আটজন। গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৮টা ১৫ মিনিটে ইমার্জেন্সিতে এ বিষয়ে খবর যায়। পুলিশ বলেছে, এতে বেশ কিছু মানুষ আহত হয়েছে। তারা আরও জানিয়েছে কি উদ্দেশে এই হামলা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
এ নিয়ে লোকজন যাতে কোনো গালগল্প ছড়িয়ে না দেয়, সেই আহ্বান জানিয়েছে পুলিশ।