এ যেন কাটা গায়ে নুনের ছিটা। সৌদি প্রো লীগে নিজের প্রথম হারে এমনিই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর তারকার হতাশা বাড়িয়ে তাকে ক্ষেপাতে শুরু করেন আল ইত্তিহাদ এফসির সমর্থকরা। স্লোগান ধরেন লিওনেল মেসির নামে। যা সহ্য হয়নি রোনালদোর। রাইভাল সাপোর্টারদের এমন আচরণে মাঠেই ক্ষোভ ঝারেন তিনি। মেজাজ হারিয়ে লাথি মারেন পড়ে থাকা বোতলে।
সৌদি প্রো লীগে ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রার শুরুটা বেশ সুখকর। দুই হ্যাটট্রিকসহ নান্দনিক পারফরম্যান্সে প্রো লীগে ফেব্রুয়ারির সেরা নির্বাচিত হন আল নাসর এফসির এই ফুটবলার। লীগে নিজের প্রথম ৬ ম্যাচে কোনো হার দেখেননি পর্তুগিজ সুপারস্টার। নিজের সপ্তম ম্যাচে প্রথম হারের স্বাদ পেলেন রোনালদো।
বৃহস্পতিবার রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিক আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে হারে আল নাসর। ম্যাচের ৮০তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ইত্তিহাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিনহো।
রেফারি শেষ বাঁশি বাজানোর পর রোনালদো তার সতীর্থদের সঙ্গে গ্যালারির কাছে যান। হাততালি দিয়ে আল নাসর সমর্থকদের সান্ত্বনা দেন তারা। সেসময়ই গ্যালারিতে উপস্থিত আল ইত্তিহাদ সাপোর্টাররা ‘মেসি, মেসি’ বলে স্লোগান শুরু করেন। এরপর সেখান থেকে হেঁটে আসার সময়ই রোনালদোকে ফুঁসতে দেখা যায়। এক সতীর্থ তাকে কী যেন বোঝাচ্ছিলেন, তাতেও রোনালদোর রাগ কমেনি। মাঠ ছেড়ে টানেলে প্রবেশের সময় পড়ে থাকা প্লাস্টিকের বোতলে সজোরে লাথি মারেন রন। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে যান ড্রেসিংরুমে।
ক’দিন আগেও মেসির নাম শুনে ফুঁসেছিলেন রোনালদো। ম্যাচ শেষে টানেলে প্রবেশের সময় এক ক্ষুদে ফুটবল দর্শক রোনালদোকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, ‘মেসি তোমার চেয়ে অনেক ভালো খেলোয়াড়।’ রাগত স্বরে জবাব দিয়ে রোনালদো বলেছিলেন, ‘তাহলে এখানে কী করছো? তাকে গিয়ে দেখো।’
এই হারে আল ইত্তহাদ এফসির কাছে সৌদি প্রো লীগের শীর্ষস্থান হারিয়েছে আল নাসর এফসি। ২০ ম্যাচে ১৪ জয় ও ১ হারে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসর।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘এই ফলে আমরা হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী। আল নাসর সমর্থকদের ধন্যবাদ। আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে আছেন।’