তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির চ্যালেঞ্জে নামছে টাইগাররা। আজ বিকাল ৩টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
গত বছরই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহীম। সিনিয়রদের অনুপস্থিতিতে তারুণ্য নির্ভর দল নিয়ে লড়বেন অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলে চমক দেখিয়ে ইংলিশদের বিপক্ষে টি-২০ স্কোয়াডে জায়গা করে নেন তৌহিদ হৃদয়। বিপিএলের সবশেষ আসরে ব্যাট হাতে তৃতীয় সর্বোচ্চ ৪০৩ রান করেছেন তিনি। পাঁচ ফিফটিতে ১৪০ স্ট্রাইক রেটে এই রান করেন হৃদয়। বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী তানভীর ইসলামও রয়েছেন টি-টোয়েন্টি দলে। দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজরে এসেছেন পেসার রেজাউর রহমান রাজাও।
ওয়ানডে দলে থাকা নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের মতো দুর্দান্ত খেলোয়াড়রাও রয়েছেন টি-টোয়েন্টি দলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ এবং জোফরা আর্চার।