মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,চিত্রাংকন মেধার মনন বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। চিত্রাংকন এর মাধ্যমে ছেলে মেয়েদের মেধার বিকাশ ঘটে। শিল্পাচার্য জয়নাল আবেদীন চিত্রাংকন প্রতিযোগিতা প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ। এখান থেকে এক একজন শিল্পাচার্য জয়নুল আবেদীনের মত বড় শিল্পী হয়ে দেশের গৌরব অর্জন করবে। তিনি আজ বিকালে নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজে ক্লাসিক্যাল ফটো গ্যালারীর পরিচালক ফটোগ্রাফার ও শিশু সংগঠক আবদুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উল্লেখ ৭ শতাধিক প্রতিযোগির অংশ গ্রহণে ক্লাসিক্যাল ফটো গ্যালাীরর আয়োজনে অনুস্টিত হল ১৫ তম শিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি চিএাংকন প্রতিযোগিতা ২০২৩ইং ।বিভিন্ন উপজেলা ও মহানগরীর মোট ১৫০ টি শিক্ষা প্রতিস্টানের ছাত্র—ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে প্রতিযোগিরা সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ছবি আকার মাধ্যমে তুলে ধরেন। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা সকল প্রতিযোগিকে সনদ পত্র প্রধান করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বি টি নিউজ ডট কম এর সম্পাদক মোঃ এরশাদ হোছাইন, চারু সৃষ্টি আর্ট স্কুলের পরিচালক শিল্পী ইউসুফ, রংধনু কালচারাল একাডেমির পরিচলক শিল্পী সাদ্দাম, শাহান অপটিকেল এর পরিচাক রাজা হোসেন শাহীন,সাংস্কৃতিক সংগঠক জাহিদ তানসির উপস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক দিলীপ সেনগুপ্ত ও হামিমা জামিল রুমা। শিক্ষিকার দায়িত্বে ছিলেন কাকলী বড়ুয়া,বৃষ্টি দেওয়ানজি, স্বপ্না রানী সাহা, তাবাসসুম শারমিন,আয়েশা আকতার,ফারহানা হালিম রুতমী,এ্যানী পাল,সামিয়া কামাল, সামিয়া সুলতানা,মেহের আফরোজ নিমা,আরোয়া তামান্না,তাসনিয়া তাহরিয়া ইফতা,উসওয়াতুন হাসনা চৌধুরী, সিদরাতুন হাসনা চৌধুরী, শাকিলা সুলতানা খানম প্রমুখ।
চিত্রাংকন মেধার মনন বিকাশে সহায়ক ভূমিকা পালন করে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন