রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় এক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মো. রবিনের খোঁজে স্বজন ও বন্ধুরা ছুটে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। কখনও মর্গে গিয়ে খোঁজ নিচ্ছেন আবার কখনও জরুরি বিভাগের ওয়ার্ডে। বিস্ফোরণের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন স্বজনরা।
রবিনের বন্ধু মো. আইয়ুব বলেন, বিস্ফোরণের দশ মিনিট আগে রবিনের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। দুই বছর ধরে ওই ভবনের স্যানিটারির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। রবিনের বাড়ি শরীয়তপুরে। দুই মাস আগে সে বিয়ে করেছে। ঘটনার সময় আমি রোডের অপর পাশে ওই মালিকের আরেকটি দোকানে ছিলাম। এখনও পর্যন্ত তার ফোন বন্ধ পাচ্ছি। কোথাও আমার বন্ধুকে পাচ্ছি না।
একটা বিকট শব্দ চারিদিকে ছড়িয়ে গেলো। তিনি বলেন, আমার বন্ধু রবিন কোথায় গেলো। আমরা কয়েকজন তাকে পাগলের মতো খুঁজছি। কোথাও পাচ্ছি না। এখনও জানিনা আমার বন্ধু বেঁচে আছে কিনা। রবিনের স্বজনেরাও পাগলের মতো খুঁজছে।