লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মফিজ উল্যা নামে শতবর্ষী এক বৃদ্ধ মারা গেছেন। শহরের আলিয়া মাদ্রাসার সামনে চায়ের দোকান ও পাশের বাসভবনে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে আগুনে মিলনের চা দোকান ও পাশে থাকা দুটি বসতঘরও সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। তবে ফায়ার সার্ভিস এ ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা বলে জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী জানায়, রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পুরো দোকান ও পাশে থাকা বাসভবনে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে রাখা গ্যাস সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চা দোকান ও দুটি বস ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বসতঘরে ঘুমিয়ে থাকা সামছুল হক মিলনের শ্বশুর মফিজ উল্যা সম্পূর্ণ দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘরের মালিক সামছুল হক মিলন জানান, তিল তিল করে বহু কষ্টে তিনি এ দোকান ও বসতঘরগুলো তৈরি করেছেন। অগ্নিকাণ্ডে তার রোজগারের একমাত্র অবলম্বন দোকান ঘর ও মাথাগোঁজার ঠাইসহ সর্বস্ব হারিয়ে তিনি এখন নিঃস্ব। ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ পরিবার পরিজন নিয়ে এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। তাই তিনি সহযোগিতার জন্য সরকার ও বিত্তবানদের প্রতি আবেদন জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লক্ষ্মীপুর শাখার স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ‘রাত ৩টা ৪৫মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গ্যাস সিলিন্ডার থাকায় তা বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে একটু সময় লাগে।’