দলীয় ১ রানে প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন লিটন দাস। থিতু হতে পারেননি তামিম ইকবালও। ৬ বলে ১ চারে ১১ রান করে স্যাম কারেনের বলে আউট হলেন তিনি। ৩.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮ রান।
লিটনের ডাক
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে আউট হন লিটন দাস। দ্বিতীয় ম্যাচে শূন্য হাতে ফেরেন টাইগার ব্যাটার। তৃতীয় ম্যাচেও একই দশা হলো লিটনের। ৩ বল খেলে স্যাম কারেনের শিকার হলেন তিনি।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা দুই হারে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, স্যাম কারেন, আদিল রশিদ, জোফরা আর্চার ও রেহান আহমেদ।